অদ্ভুত সব ঘটনা, অভিনব নানা পদক্ষেপ আর চোখ কপালে তোলা পরিসংখ্যানই যে ভারতের নির্বাচনী প্রক্রিয়াকে এত বর্ণময় ও বৈচিত্রপূর্ণ করে তুলেছে তাতে কোনও সন্দেহই নেই। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রতিবেদনে থাকছে এরকমই তিনটি কাহিনী।
Source: বিবিসি বাংলা