‘হেপাবিগ ভ্যাকসিন’ ব্যবহৃত হয় হেপাটাইটিস বি রোগ প্রতিরোধে। গর্ভবতী নারীদের জন্য গুরুত্বপূর্ণ এ ওষুধ। দেশের বাজারে কোরিয়ান এই ভ্যাকসিনের দাম প্রায় সাড়ে ৪ হাজার টাকা। অথচ, মাত্র ১০ টাকা দামের টিটেনাস দিয়ে নকল সিল বসিয়ে ‘হেপাবিগ ভ্যাকসিন’ নামে নকল ভ্যাকসিন বাজারে বিক্রি করত একটি চক্র।
Source: রাইজিং বিডি