সাহিত্যমহলে সাড়া জাগিয়েছে ‘প্রতিধ্বনি’। বাংলা ভাষায় বর্তমানে এমন সুসম্পাদিত, মানসম্মত ও বুদ্ধিবৃত্তিক চর্চার ওয়েবজিন খুব চোখে পড়ে না। নামী লেখকদের পাশাপাশি তরুণদের লেখা যত্নের সঙ্গে প্রকাশ ও বিষয়ভিত্তিক উপস্থাপন ভিন্নতা এনে দিয়েছে প্রতিধ্বনিকে। যাত্রাটা খুব বেশিদিনের না হলেও সাহিত্যমোদীদের আগ্রহের কেন্দ্রে এ প্ল্যাটফর্ম।
Source: রাইজিং বিডি