By: Daily Janakantha
শ্রীলঙ্কা শিবিরে নাঈমের জোড়া আঘাতে প্রথম সেশনে স্বস্তি বাংলাদেশ দলের
খেলার খবর
15 May 2022
15 May 2022
Daily Janakantha
অনলাইন রিপোর্টার ॥ শ্রীলঙ্কার সাথে সিরিজ খেলার ঠিক আগে মেহেদী হাসান মিরাজ ইনজুরিতে পড়ায় চিন্তা ছিলো বাংলাদেশ দলে। মেহেদি হাসান মিরাজের চোটে কপাল খুলেছে নাইমের।যিনি কিনা শেষ ১৫ মাস জাতীয় দলের বাইরে।
বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাফল্যের দেখা পান এই অফস্পিনার।প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার দুটি উইকেট পড়েছে। দুটিই নিয়েছেন নাইম। যে দুটি উইকেটে ব্যাটারদের বড় কোনো দোষ ছিল না, নাইমই তাদের আউট হতে বাধ্য করেছেন।
নিজের প্রথম ওভারে হাত ঘোরাতে এসেই ফিরিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে। উইকেটে সেট হয়ে যাওয়া ওশাদা ফার্নান্দোকে বানিয়েছেন নিজের দ্বিতীয় শিকার। প্রথম সেশন শেষে ২ উইকেট হারানো শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৭৩ রান। কুশল মেন্ডিস ২৭ এবং অ্যাঞ্জেলো ম্যাথুস ০ রান নিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন।
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দুই দলের পারফরম্যান্স ছাপিয়ে অবশ্য নজর কেড়েছেন দুই ফিল্ড আম্পায়ার। তাদের নেওয়া ৪টি বড় সিদ্ধান্তে চ্যালেঞ্জ জানিয়েছিল দুই দল, সে চ্যালেঞ্জ উতরাতে পারেনি বাংলাদেশ আর শ্রীলঙ্কা। ফলে দুই দলই সমান ২টি করে রিভিউ নষ্ট করেছে প্রথম সেশনেই।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ