By: Daily Janakantha
তাসকিনকে নিয়ে সুখবর!
খেলার খবর
13 May 2022
13 May 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকা সফরের সময় ডান কাঁধের জয়েন্টে তীব্র ব্যথা শুরু হয় তাসকিন আহমেদের। এরপর দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরে আসেন এ ডানহাতি পেসার। উচ্চ চিকিৎসার জন্য কিছুদিন আগেই লন্ডন যান তিনি। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দলেও রাখা হয়নি তাকে। পুরো ২ টেস্টের সিরিজ খেলতে না পারার আশঙ্কা রয়েছে তাকে ঘিরে। কারণ অস্ত্রোপচার করানো লাগলে কোনভাবেই দুত মাঠে ফেরা সম্ভব হবে না। তবে লন্ডন থেকে সুখবর পেয়েছেন চিকিৎসকদের কাছে। তাসকিন নিজেই জানিয়েছেন, অস্ত্রোপচার করানো লাগবে না তার। আপাতত থেরাপি ও ইনজেকশনেই চলবে চিকিৎসা। তবে এতে পুরোপুরি সেরে না উঠলে ভবিষ্যতে অস্ত্রোপচার লাগতে পারে। সে কারণে এখন তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়ায় অত্যন্ত সতর্ক ও যতœবান হওয়া জরুরী। ইনজেকশন ও পুনর্বাসন প্রক্রিয়া কবে শুরু হবে তা এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী জানাননি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন কিনা সে বিষয়েও কোন খবর আপাতত নেই। ২৩ মে মিরপুর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ডাঃ দেবাশীষের সঙ্গে তাসকিন লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন। দীর্ঘদিনের সমস্যা তার কাঁধের এই ব্যথা। অনেক সময়ই ইনজেকশন, থেরাপি নিয়ে ও থেরাপিউটিক টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে গেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও সেটাই করেছেন। কিন্তু এভাবে আর অপরিহার্য এই পেসারকে নিয়ে বড় সমস্যা তৈরি করতে চায়নি বিসিবি। তাই লন্ডনে যাওয়া। ডাক্তারের সঙ্গে পরামর্শের পর তাসকিন বলেছেন, ‘রিপোর্ট এসেছে, বড় কোন সমস্যা নেই। টেন্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। কনজারভেটিভ ম্যানেজমেন্ট করবে। যেখানে আছে ইনজেকশন ও পুনর্বাসনের বিশেষ প্রক্রিয়া। এর মাধ্যমে ঠিক না হলে ভবিষ্যতে অস্ত্রোপচার লাগতে পারে।’ অর্থাৎ এখন পর্যন্ত খুব বড় স্বস্তির কিছু ঘটেনি। ইনজেকশন, থেরাপি দিয়ে পুনর্বাসনে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হলেই তা হবে স্বস্তিদায়ক। তাসকিনকে কবে থেকে ইনজেকশন দেয়া শুরু হবে, কিংবা কত দিনের পুনর্বাসন প্রক্রিয়া হবে সেসব এখনও চূড়ান্ত হয়নি। আপাতত লন্ডনে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। তাসকিনের বিষয়ে দেবাশীষ বলেন, ‘চিকিৎসকদের কাছ থেকে সব রিপোর্ট নিচ্ছি আমরা। এরপর বোর্ডের সঙ্গে পরামর্শ করে তাসকিনের পুনর্বাসনের পরিকল্পনা করা হবে। কতদিনের পুনর্বাসন প্রক্রিয়া হবে, তা এখনই বলা যাচ্ছে না।’
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ