নির্বাচনী বন্ড ক্রেতাদের তালিকা এবং যে রাজনৈতিক দলগুলি ওই বন্ড ভাঙিয়েছে তার নথি জনসমক্ষে আসার পর থেকেই দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। দাতাদের তালিকায় রয়েছে নামী এবং খুব একটা প্রচলিত নাম নয় এমন ধরনের সংস্থা যারা বিপুল অর্থের সমান নির্বাচনী বন্ড কিনেছে। রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দলের নামও যাদের ‘ফান্ডিং’ নিয়ে অধিকার কর্মীরা বহু আগে থেকেই প্রশ্ন তুলে এসেছেন।
Source: বিবিসি বাংলা