By: Daily Janakantha
বিরল বাদামী হীরা
প্রথম পাতা
11 May 2022
11 May 2022
Daily Janakantha
যুক্তরাষ্ট্রের আরকানসাস প্রদেশের পাইক কাউন্টির ক্রেটার অব ডায়মন্ডস স্টেট পার্কে এ্যাডাম হার্ডিন নামে এক ব্যক্তি খুঁজে পেলেন ২ দশমিক ৩৮ ক্যারেটের বিরল বাদামী হীরা। হার্ডিন শখে হীরা সন্ধান করে বেড়ান, তাকে ডিটেক্টরিস্ট বলা চলে। স্টেট পার্ক কর্তৃপক্ষের দাবি, ওই পার্কে এত বড় হীরা এই প্রথম খুঁজে পাওয়া গেল। এ্যাডাম এ হীরার নাম রেখেছেন ‘ফ্র্যাঙ্কেনস্টোন’। টুইটারে নিজেদের পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে আরকানসাস স্টেট পার্কের কর্তৃপক্ষ। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে এ পার্কে আসছেন এ্যাডাম হার্ডিন। আগে ছোটখাট অজ¯্র্র হীরা খুঁজে পেলেও দুই ক্যারেটের থেকে বেশি বড় আকারের হীরা এই প্রথম তিনি খুঁজে পেলেন। জানা গেছে, মূলত ওয়েট শিফটিং পদ্ধতিতে তল্লাশি চালিয়ে তিনি হীরাটি আবিষ্কার করেন। পাওয়া মাত্র পার্কের ডায়মন্ড ডিসকভারি সেন্টারে বিষয়টি জানান। হার্ডিন জানিয়েছেন, যন্ত্রের সাহায্যে মাটি সরাতেই হীরাটি জ্বলজ্বল করে ওঠে। -ইয়াহু নিউজ
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ