By: Daily Janakantha
গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে রংপুর ইপিজেড বাস্তবায়নে সভা ॥ সাঁওতালদের বিক্ষোভ মিছিল
দেশের খবর
11 May 2022
11 May 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্মে রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়ন-সংক্রান্ত এক সভা মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। জেলা প্রশাসক অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বেপজার চেয়ারম্যান আবুল কালাম শফিউর রহমান, প্রকল্প কর্মকর্তা ফারুক আহমেদ, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সৈয়দ সামস-উল আলম হীরু, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আতাউর রহমান সরকার, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্র সরেন, আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহ্বায়ক জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকেসহ জেলা প্রশাসন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সাঁওতাল হত্যাকা-ের বিচার ও সাঁওতালদের বাপ-দাদার জমিতে ইপিজেড স্থাপন না করাসহ ৭ দফা দাবিতে আদিবাসী নেতাকর্মীরা ওই সভা বয়কট ঘোষণা করে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ