By: Daily Janakantha
সপ্তম শ্রেণির বিজ্ঞান
শিক্ষা সাগর
10 May 2022
10 May 2022
Daily Janakantha
প্রাক্তন শিক্ষক
এসএএফএস লন্ডন স্কুল, ঢাকা
বহু নির্বাচনী প্রশ্নোত্তর
১। তামাকে ভাঙ্গলে কী পাওয়া যাবে।
ক) লোহা খ) তামা
গ) রূপা ঘ) সোনা
উত্তর: খ) তামা
২। খাদ্য লবণের রাসায়নিক নাম কী?
ক) সোডিয়াম হাইড্রোক্সাইড
খ) সোডিয়াম ক্লোরাইড
গ) সোডিয়াম নাইট্রেট
ঘ) সোডিয়াম ক্লোরেট
উত্তর: খ) সোডিয়াম ক্লোরাইড
৩। বায়ু একটি মিশ্র পদার্থ যেখানে-
র) মৌলিক পদার্থ রয়েছে
রর) যৌগিক পদার্থ রয়েছে
ররর) জলীয় বাষ্প রয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) র, ররর
গ) রর, ররর ঘ) ) র, রর, ররর
উত্তর: ঘ) ) র, রর, ররর
৪। পদার্থ যে ক্ষুৃদ্র ক্ষুদ্র কণা দ্বার্ াগঠিত তাকে কী বলে?
ক) মৌল খ) অনু
গ) পরমাণু ঘ) মেসন
উত্তর : গ) পরমাণু
৫। বেরিলিয়ামের প্রতীক কোনটি?
ক) ঋব খ) ই
গ) ইব ঘ) ঐব
উত্তর : গ) ইব
৬। ঈধঙ তে উপস্থিত মৌলসমূহ হলো-
র) ক্যালসিয়াম রর) কার্বন ররর) অক্সিজেন।
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর, ররর
উত্তর: গ) র, ররর
৭। পানি সার্বজনীন দ্রাবক কারণ-
র) পানিতে জৈব পদার্থ দ্রবীভূত হয়
রর) পানিতে অজৈব পদার্থ দ্রবীভূত হয়
ররর) পানিতে তৈলজাতীয় পদার্থ দ্রবীভূত হয়।
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর, ররর
উত্তর: ক) র, রর
চিত্রের আলোকে ৮ এবং ৯ নং প্রশ্নের উত্তর দাও:
৮। চ তে কোনটি অনুপস্থিত?
ক) প্রোটন খ) ইলেকট্রন
গ) নিউট্রন ঘ) পজিট্রন
উত্তর: গ) নিউট্রন
৯। ছ এর প্রতীক কোনটি
ক) খর খ) ই
গ) ইব ঘ) ঙ
উত্তর: ঘ) ঙ
১০। পরমাণুর কেন্দ্রে কোন দুটি কণা অবস্থান করে?
ক) প্রোটন ও নিউট্রন
খ) ইলেকট্রন ও প্রোটন
গ) ইলেকট্রন ও পজিট্রন
ঘ) ইলেকট্রন ও নিউট্রন
উত্তর: ক) প্রোটন ও নিউট্রন
১১। একটি পানির অনুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে?
ক) দুইটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উত্তর: ক) দুইটি
১২। ক্ষুদ্রতম কণার নাম এটম দেন কোন বিজ্ঞানী?
ক) ডেমক্রিটাস খ) ডাল্টন
গ) প্লেটো ঘ) অ্যারিস্টটল
উত্তর: ক) ডেমক্রিটাস
১৩। অণু-
র) দুই বা ততোধিক পরমাণু মিলে গঠিত হয়
রর) স্বাধীনভাবে থাকতে পারে
ররর) রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর, ররর
উত্তর: ক) র, রর
১৪। সালফার -ডাই-অক্সাইড এর সংকেত কোনটি?
ক) ঝঙ২ খ) ঝ২ঙ২
গ) ঝঙ ঘ) ঝ২ঙ৩
উত্তর: ক) ঝঙ২
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর:
প্রশ্ন: ১। মৌলিক পদার্থ কী?
উত্তর: যে সব পদার্থ একটি মাত্র উপাদান দ্বারা গঠিত তাকে মৌলিক পদার্থ বলে।
প্রশ্ন।-২। মিশ্র পদার্থ কাকে বলে?
উত্তর-যে মিশ্রণে একের অধিক পদার্থ বিদ্যমান থাকে তাকে মিশ্র পদার্থ বলে।
৩। পরমাণ কাকে বলে?
পশ্ন:-পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে।
প্রশ্ন: ৪। প্রতীক কাকে বলে?
উত্তর: কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত প্রকাশকে ঐ মৌলের প্রতীক বলে ।
প্রশ্ন:-৫। সোডিয়ামের ল্যাটিন নাম কী?
উত্তর: সোডিয়ামের ল্যাটিন নাম হলো ন্যাট্রিয়াম।
অনুধাবনমূলক প্রশ্নের ্উত্তর
প্রশ্ন:-১। প্রতীক ও সংকেতের দুটি পার্থক্য লিখ।
উত্তর: প্রতীক ও সংকেতের ২টি পার্থক্য নিম্নরূপ।
প্রশ্ন:-২। ঐ২ লেখা সঠিক হলেও ঘধ২ লেখা সঠিক নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর : ঐ২ লেখা সঠিক হলেও ঘধ২ লেখা সঠিক নয় কারণ ঐ২ হলো মৌলিক অনু যা দ্বি-পরমাণুক হাইড্রোজেন গ্যাস। ২টি ঐ পরমাণু নিয়ে ঐ২ মৌলিক অনু গঠিত হয়। তাই, ঐ২ লেখা সঠিক। অন্যদিকে ঘধ একটি পরমাণু যা এক-পরমাণুক। ফলে এর সঠিক সংকেত হবে ঘধ
প্রশ্ন:-৩। অক্সিজেনের পরমাণুর গঠনটি ব্যাখ্যা করো।
উত্তর: অক্সিজেন (ঙ) পরমাণুর প্রোটন সংখ্যা ৮। তাই এর ইলেকট্রন সংখ্যাও ৮ এবং নিউট্রন সংখ্যাও ৮। ঙ পরমাণুটির কেন্দ্রে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন থাকে আর বাইরে ৮টি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে।
প্রশ্ন:-৪। বায়ু মৌলিক পদার্থ নয় কেন? ব্যাখ্যা করো।
যে সব বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দ্ইু বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক
পদার্থ বলে। আবার যে সকলপদার্থকে বিশ্লেষণ করলে একাধিক যৌগিক ও মৌলিক পদার্থ’ পাওয়া যায় তাদেরকে মিশ্র পদার্থ বলে। বায়ুকে বিশ্লেষণ করলে একাধিক যৌগিক ও মৌলিক পদার্থ পাওয়া যায়। যেমন ঘ২, ঐ২, ঙ২ ,ঐ২ঙ সহ বিভিন্ন গ্যাস পাওয়া যায়। তাই বায়ু মিশ্র পদার্থ, যৌগিক পদার্থ নয়।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ