By: Daily Janakantha
নিলামে মনরোর প্রতিকৃতি
বিদেশের খবর
10 May 2022
10 May 2022
Daily Janakantha
মার্কিন চিত্রশিল্পী এ্যান্ডি ওয়ারহলের আঁকা মেরিলিন মনরোর প্রতিকৃতি সাড়ে ১৯ কোটি ডলারে বিক্রি হয়েছে। খবর রয়টার্সের।স্থানীয় সময় সোমবার নিলামে মনরোর প্রতিকৃতিটি বিক্রি হয়। নিলামে কোনো মার্কিন চিত্রশিল্পীর চিত্রকর্ম আগে এত দামে বিক্রি হয়নি। ১৯৬২ সালে মারা যান মার্কিন অভিনেত্রী ও মডেল মেরিলিন মনরো। মৃত্যুর পর তাঁর কয়েকটি প্রতিকৃতি আঁকেন ওয়ারহল। এই সিরিজের একটি ছবি ‘শট সেইজ ব্লু মেরিলিন’। ওয়ারহলের আঁকা এ ছবি বেশ খ্যাতি অর্জন করে। ছবিটি এত দিন সুইস প্রতিষ্ঠান থমাস এ্যান্ড ডোরিস আম্মানের সংগ্রহে ছিল। -রয়টার্স
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ