By: Daily Janakantha
মুক্তি পাচ্ছে শাহনূরের নতুন সিনেমা
সংস্কৃতি অঙ্গন
10 May 2022
10 May 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ দীর্ঘদিন পর শাহনূর অভিনীত নতুন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল জয় সরকারের ‘ইন্দুবালা’। এরপর আর নতুন কোন সিনেমা মুক্তি পায়নি। চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে তিনি ওমর সানীর বিপরীতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। শাহনূর বলেন, অনেক দিন পর আমার অভিনীত নতুন কোন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ঈদের পরবর্তী সময়ে নিজের অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বিধায় নিজের কাছেই আসলে ঈদ ঈদ লাগছে।
অন্য রকম আনন্দ কাজ করছে। সিনেমাটির গল্প এক কথায় অসাধারণ। আমি সানী ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। আমার চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এতে আরও যারা অভিনয় করেছেন প্রত্যেকেই চমৎকার অভিনয় করেছেন। তাই আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। এদিকে এরই মধ্যে শাহনূর তার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ডাবিং শেষ করেছেন। এই সিনেমাতেও তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে শাহনূর অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে বেশ সক্রিয়। পারিবারিকভাবেই তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ