By: Daily Janakantha
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
শিক্ষা সাগর
10 May 2022
10 May 2022
Daily Janakantha
প্রাক্তন শিক্ষক
ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা
বহু নির্বাচনী প্রশ্নোত্তর
১। সেল রেফারেন্স প্রদর্শন করা হয় কোথায়
ক) শিট ট্যাবে খ) ফর্মুলা বারে
গ) স্ট্যাটাস বারে ঘ) টাইটেল বারে
উত্তর : খ) ফর্মুলা বারে
২। মাইক্রোসফট এক্সেলে ওয়ার্কশিটের উ নং কলাম ও ১০ নং সারির সেল ঠিকানা কোনটি
ক) উ১০ খ) ১০উ
গ) উ-১০ ঘ) ১০-উ
উত্তর: ক) উ১০
৩। ওয়ার্কশিটের উপরের দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
ক) সেল খ) সারি
গ) কলাম ঘ) রেঞ্জ
উত্তর : গ) কলাম
৪। বিয়োগ করার জন্য ফর্মুলাবারে প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
ক) = খ) +
গ) Ñ ঘ) *
উত্তর : ক) =
৫। ওয়ার্কশিটে থাকেÑ
র) কলাম রর) সারি ররর) সেল
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর, ররর
উত্তর: ঘ) র, রর, ররর
৬। সেলের সমষ্টি কে কী বলে?
ক) সেল খ) কলাম
গ) সেল রেঞ্জ ঘ) রো
উত্তর: গ) সেল রেঞ্জ
৭। নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি হলোÑ
র) পঃৎষ + ঠ রর) ড়ভভরপব ইঁঃঃড়স + ঘবি
ররর) পঃৎষ + ঘ
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, ররর ঘ) র, রর, ররর
উত্তর: খ) রর, ররর
৮। ঊ নং কলাম এবং ১২ নং সারির সেল ঠিকানা কোনটি?
ক) ঊ১২ খ) ঊ – ১২
গ) ১২ ঊ ঘ) ১২ – ঊ
উত্তর: ক) ঊ১২
৯। কম্পিউটারের হিসাব-নিকাশ করার প্রোগ্রামকে কী বলা যায়?
ক) সং চড়বিৎ ঢ়ড়রহঃ
খ) সং ড়িৎফ
গ) ংঢ়ৎবধফ ংযববঃ চৎড়মৎধস
ঘ) উধঃধনধংব
উত্তর: গ) ংঢ়ৎবধফ ংযববঃ চৎড়মৎধস
১০। স্প্রেডশিট কী ধরনের কম্পিউটার প্রোগ্রাম?
ক) কাস্টমাইজড খ) অ্যাপ্লিকেশন
গ) অপারেটিং ঘ) ডেটাবেজ
উত্তর: খ) অ্যাপ্লিকেশন
নিচের ওয়ার্কশিটটি লক্ষ কর এবং ১১-১৩ নং প্রশ্নের উত্তর দাও:
১১। ‘?’ চিহ্নিত সেলটির এড্রেস কোনটি?
ক) ৩ খ) ঊ
গ) ৩ঊ ঘ) ঊ৩
উত্তর: ঘ) ঊ৩
১২। মাহি এর প্রাপ্ত নম্বরের মোট নির্ণয়ের জন্য সঠিক সূত্র কোনটি?
ক) ই২ + ঈ২ + উ২
খ) = ঝটগ (ই২: উ২)
গ) = ঝটগ (ই২, উ২)
ঘ) = (ই২ + উ২)
উত্তর: খ) = ঝটগ (ই২: উ২)
১৩। মাহি ও জাইয়ান এর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয়ের সঠিক সূত্র কোনটি?
ক) উ২ – উ৩ খ) = উ২ – উ৩
গ) উ৩ – উ৪ ঘ) = (উ৩ – উ৪)
উত্তর: খ) = উ২ – উ৩
রচনামূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন:১। স্প্রেডশিট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?
উত্তর: স্প্রেডশিট ব্যবহারের সুবিধাগুলো নিম্নরূপ:
র) খুব সহজেই পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায়।
রর) শিক্ষা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব করা যায়
ররর) বিপুল পরিমাণ তথ্য ও উপাত্ত নিয়ে হিসাবের কাজ দ্রুত করা যায়।
রা) ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন এর প্রতিদিনের হিসাব করা যায়।
া) যোগাযোগের ঠিকানা ও ই-মেইল ঠিকানার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সহজে করা যায়।
ার) এই প্রোগ্রামে গাণিতিক ফর্মুলা ব্যবহার করে যোগ, বিয়োগ, গুন, ভাগ ও গড় নির্ণয় করার সুবিধা অনেক বেশি।
প্রশ্ন: ২। স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কী বুঝ?
উত্তর: স্প্রেডশিট হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম। এটাকে কখনো কখনো ওয়ার্ক বুক বলা হয়। এটাকে একটা রেজিস্ট্রার খাতার সাথে তুলনা করা যেতে পারে। রেজিস্ট্রার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে তেমনি ওয়ার্কবুকে অনকেগুলো ওয়ার্কশিট থাকে। ওয়ার্কশিটে রয়েছে বহু সংখ্যক সারি ও কলাম। কলামগুলোকে অ, ই, ঈ,….নাম দিয়ে এবং সারিগুলো ১,২,৩…. দিয়ে নির্দেশিত হয়ে থাকে। ওয়ার্কশিটে সারি ও কলামের
সমন্বয়ে গঠিত হয় সেল (পবষষ). ওয়ার্কশিটে কোন কিছু লিখতে হলে তা সেলে লিখতে হয়।
প্রশ্ন: ৩। মাইক্রোসফট এক্সেল-২০০৭ উইন্ডো এর পরিচিতি বর্ণনা করো।
উত্তর: মাইক্রোসফট এক্সেল-২০০৭ উইন্ডোর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। যেমন-টাইটেল বার, অফিস
বাটন, কুইক এক্সেস টুলবার, রিবন, স্ট্যাটাস বার ইত্যাদি।
র) টাইটেল বার: এক্সেল উইন্ডোর একেবারে উপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাক। এটাকে টাইটেল বার
বলা হয়।
রর) অফিস বাটন; এক্সেল উইন্ডোর উপরের বাম দিকে কোনায় বড় গোলাকার বাটনটি হলো অফিস বাটন। এতে
ক্লিক করে নতুন ওয়ার্কবুক খোলা, আগের ওয়ার্কবুক খোলা, ওয়ার্কবুক সংরক্ষণ করাসহ অনেক কাজ করা যায়।
ররর) কুইক এক্সেস টুলবার: অফিস বাটনের পাশেই কুইক এক্সেস টুলবারের অবস্থান। সচরাচর যে বাটনগুলো বেশিব্যবহৃত হয় সেগুলো এখানে থাকে।
রা) রিবণ: মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ডকে গুচ্ছাকারে সাজানো হয়েছে। এগুলোকে একত্রে রিবন বলা হয়।
া) স্ট্যাটাস বার: ওয়ার্কশিটের নিচের দিকে স্ট্যাটাস বারের অবস্থান বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা এই বারে দেখানো হয়।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ