সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন সাংবাদিকদের বলেন, “খেজুর নিয়ে আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। খেজুর-আঙ্গুর কেন লাগবে?” মন্ত্রীর এই মন্তব্যের পর তর্কবিতর্ক শুরু হয়েছে, ইফতারিতে খেজুরের অভাব কি বরই দিয়ে মেটানো সম্ভব?
Source: বিবিসি বাংলা