By: Daily Janakantha
গুলশানে অটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত
জাতীয়
10 May 2022
10 May 2022
Daily Janakantha
অনলাইন ডেস্ক ॥ রাজধানী গুলশানে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক আবুল কালাম জানান, নতুনবাজার এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তার অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, এই ঘটনায় অটোরিকশাচালককে ঢামেক পুলিশ ক্যাম্পে আটকে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ