By: Daily Janakantha
স্বর্ণপদক থেকে এক জয় দূরে রোমান সানা
খেলার খবর
10 May 2022
10 May 2022
Daily Janakantha
রুমেল খান ॥ এক লাফেই ‘সাফল্য’ নামের চূড়ায় আরোহন করা যায় না। এজন্য পেরুতে হয় অনেক ধাপ। অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে হয় ধাপে ধাপে। রোমান সানাও সেটাই করার চেষ্টা করছেন। বাংলাদেশী এই তারকা তীরন্দাজের এই প্রচেষ্টা প্রায় সফল হবার পথে। কাক্সিক্ষত স্বর্ণপতক পাবার জন্য তার দরকার আর মাত্র একটি জয়। ক্যারিয়ারের শুরু থেকেই রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে আলো ছড়িয়েছেন দেশের নাম্বার ওয়ান এই আরচার। কিন্তু নামের পাশে সাম্প্রতিক ফর্ম মোটেও তার সঙ্গে মানানসই ছিল না। অবশেষে সোমবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন তিনি। এশিয়া কাপ আরচারির স্টেজ টু টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককে ফাইনালে উঠেছেন তিনি। এখন স্বর্ণজয়ের স্বপ্ন দেখছেন তিনি।
সোমবার কোয়ার্টার ফাইনালে আরেক বাংলাদেশী হাকিম আহমেদ রুবেলকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান রোমান। তারপর শেষ চারে উজবেকিস্তানের সাদিকব আমির খানকে অনেকটা হেসে-খেলেই হারিয়ে দেন ৬-০ সেট পয়েন্টে।
আগামী বুধবারের ফাইনালে তার প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান। ফাইনাল নিশ্চিত হওয়ায় রোমানের পদকজয় নিশ্চিত হয়ে গেছে। এর আগে ইরাকের সোলেমানিয়ায় রবিবার এশিয়া কাপের দলগত তিন ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের আরচাররা। রোমান তার প্রিয় রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে ওঠায় এখন পর্যন্ত বাংলাদেশের সামনে চারটি স্বর্ণের হাতছানি।
ফাইনালে উঠে রোমান উচ্ছ্বসিত কণ্ঠে জানিয়েছেন, ‘দীর্ঘ দুই বছর এমন টুর্নামেন্টে আমি এককের ফাইনালে উঠেছি। আসলে অনেক ভাল লাগছে। যা ভাষায় প্রকাশ করতে পারব না। যেভাবে সবাই আমাকে সমর্থন দিয়ে গেছেন, তার জন্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’ রোমান আরও যোগ করেন, ‘প্রতিপক্ষের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে আমি। আশা করছি, স্বর্ণপদক জিততে পারব। সবার কাছে এর জন্য দোয়া চাই। আবহাওয়া থেকে শুরু করে সবকিছু অনুকূলে থাকলে সাফল্য আসবে।’
রবিবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ ফাইনালে ওঠেন ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে। রিকার্ভ দলগত নারী ইভেন্টে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় সেমিফাইনালে ৫-১ সেট পয়েন্টে উজবেকিস্তানকে হারিয়ে স্বর্ণজয়ের লড়াইয়ে নাম লেখান। এছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে উঠেছেন আশিকুজ্জামান, মিঠু রহমান ও নওয়াজ আহমেদ। তারা সেমিতে ২৩১-২২৮ পয়েন্টে হারান কাজাখস্তানকে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ