By: Daily Janakantha
‘তাজমহলের বন্ধ কক্ষ খুলে দিন’
বিদেশের খবর
09 May 2022
09 May 2022
Daily Janakantha
বিশ্বে ভালবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি তাজমহল। আর এ দীর্ঘ সময় ধরেই এক রহস্যের বেড়াজালে নিজেকে আবৃত করে রেখেছে এই ঐতিহাসিক স্থাপনা। রাজকীয় এই সমাধিস্তম্ভে ২২টি কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে সব সময়ই। কী আছে এসব কক্ষের ভেতরে তা জানতেই যুগ যুগ ধরে যত কৌতূহল! এর সেই রহস্যকে উন্মোচনের দাবি জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ওই ২২ কক্ষগুলো খোলার দাবি নিয়ে এলাহাবাদ আদালতের দারস্থ হয়েছেন দলটির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ ড. রজনীশ সিং। -এনডিটিভি
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ