By: Daily Janakantha
তথ্যচিত্রে ফেরদৌসী রহমান
সংস্কৃতি অঙ্গন
09 May 2022
09 May 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ উপমহাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমানের জীবন ও কর্মের ওপর তথ্যচিত্র নির্মাণ করেছেন নির্মাতা সন্দিপ বিশ্বাস। বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রযোজিত ৪৯ মিনিট দৈর্ঘ্যের এ তথ্যচিত্রটির নাম ‘গানের পাখি’। ১৯৪১ সালের ২৮ জুন অবিভক্ত ভারতবর্ষের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীন আহমেদের একমাত্র কন্যা ফেরদৌসী রহমান। তার শৈশব এবং কৈশোর কেটেছে কোচবিহার ও কোলকাতাতে আর দেশভাগের পর পরিপূর্ণ শিল্পী হিসেবে বেড়ে উঠেছেন ঢাকায়।
তার গাওয়া গানের মধ্যে দিয়ে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল। এ ছাড়া বিটিভিতে শিশুদের জনপ্রিয় সঙ্গীত শিক্ষার আসর ‘এসো গান শিখি’ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সঙ্গীত শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ সারা পৃথিবীর শ্রোতাদের কাছে তার গাওয়া গান আজও সমান জনপ্রিয়। বাংলা-উর্দু মিলিয়ে প্রায় ২৫০টি চলচ্চিত্রে প্লেব্যাকের পাশাপাশি তার গাওয়া গানের সংখ্যা প্রায় ৫০০০টি। যার মধ্যে রয়েছে ভাওয়াইয়া, ভাটিয়ালি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, গজল এবং উচ্চাঙ্গ সঙ্গীত। এ ছাড়াও তিনি জার্মান, রুশ, চীনাসহ একাধিক ভাষায় গান করেছেন।
ফেরদৌসী রহমানের জীবনের এমন নানা দিক ফুটে উঠেছে গানের পাখি’ ডকুমেন্টারি ফিল্মে। এটি অনলাইন এবং অফ লাইনে খুব তাড়াতাড়ি প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। নির্মাতা সন্দিপ বলেন, এত বড় মাপের একজনকে নিয়ে কাজ করতে পেরে আমি গর্বিত। আমাকে এমন একটি কাজের সঙ্গে যুক্ত করার জন্য শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকে ধন্যবাদ।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ