By: Daily Janakantha
আইপিএলে ফিরছেন ক্রিস গেইল
খেলার খবর
08 May 2022
08 May 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিস গেইল আর টি২০ ক্রিকেট যেন সমার্থক। আইপিএলও তাই। ভারতের জনপ্রিয় এই ঘরোয়া আসরে টানা এক যুগ খেলার পর সর্বশেষ নিলাম থেকে নাম সরিয়ে নেয়ার পর অনেকেই বিস্মিত হয়েছিলেন। গেইলকে ছাড়া আইপিএল ভাবতে পারছিলেন না ভক্তরা। এতদিন চুপ থাকার পর ৪৩ বছর বয়সী ক্যারিবিয়ান সুপারস্টার জানালেন, প্রাপ্য সম্মান পাননি বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিমান ভুলে ফিরতে চান পরের আসরেই। বিরাট কোহলিকে নিয়ে শিরোপা জেতাতে চান পুরনো ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
‘গত কয়েক বছরে আইপিএল যেভাবে এগিয়েছে, মনে হয়েছে আমি সম্মান পাচ্ছি না। তাই ভাবলাম আইপিএল ও খেলাটির জন্য এত কিছু করার পরও প্রাপ্য সম্মান যেহেতু পাচ্ছি না, আমি এ বছর (নিলামের) ড্রাফটে যাবো না। ক্রিকেটের পরেও জীবন আছে। সেটি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’ ব্রিটিশ এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেন গেইল।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ