By: Daily Janakantha
বিএনপির বক্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত
জাতীয়
20 Apr 2022
20 Apr 2022
Daily Janakantha
অনলাইন ডেস্ক ॥ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার বলেছেন, তারা মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আমাকে উদ্ধৃত করে বক্তব্য দিয়েছেন। তবে আমি নিজেই তো কথা বলতে পারি। আমাকে উদ্ধৃত করে কেন অন্য কেউ কথা বলবেন। বৈঠক নিয়ে বিএনপির বক্তব্যে আমি অখুশি।
বুধবার ( ২০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত এক ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।
প্রসঙ্গত, গত ১৭ মার্চ জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে বৈঠক করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন , আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই আসে আলোচনায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ডিকাব প্রেসিডেন্ট রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ