By: Daily Janakantha
শিক্ষা প্রতিষ্ঠানে একটি মহল সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে ॥ শিক্ষামন্ত্রী
দেশের খবর
19 Apr 2022
19 Apr 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা সফল হবে না। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত বর্তমান সরকারের ২০১৯ হতে বর্তমান সময় পর্যন্ত জেলায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্প এবং বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভায় যোগদান পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বগুড়ায় হামলা ভাংচুর, আহত ২
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় শহরের স্টেশন রোডে প্রকাশ্যে দোকান ঘর দখলের জন্য পিকে ট্রেডার্স ও জয়ফল ভান্ডার নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনার সময় দুই ফল ব্যবসায়ীকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে ওই ২টি দোকান দখলের জন্য তা ভাংচুর করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের মারপিটের শিকার হন শফিউল (৩৪) ও সাব্বির (৩০) নামে দুই ফল ব্যবসায়ী। বগুড়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটের নির্মাণ ঠিকাদার আব্দুল মান্নান নামে এক ব্যক্তির নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা এই হামলা চালায় বলে সদর থানায় অভিযোগ করা হয়েছে।
না’গঞ্জে ২৫ এপ্রিলের মধ্যে বেতন ও ঈদ বোনাস দাবি
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আগামী ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ প্রমুখ।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ