By: Daily Janakantha
সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলতে হবে
প্রথম পাতা
19 Apr 2022
19 Apr 2022
Daily Janakantha
স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সিটি কর্পোরেশনগুলোকে অর্থের জন্য আত্মনির্ভর হতে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, সিটি কর্পোরেশনগুলোকে প্রকল্প বাস্তবায়নে সরকারের ওপর নির্ভরতা কমাতে হবে। মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এবং পরিকল্পনা কমিশনের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম প্রমুখ।
সভায় ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ সরবরাহ’ প্রকল্পে ১২২ কোটি ১৩ লাখ টাকা ও ‘বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ প্রকল্পে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১০৬ কোটি ৪৬ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। প্রকল্প দুটি অনুমোদন দেয়ার সময় সব সিটি কর্পোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনগুলো প্রায় অনুদাননির্ভর। প্রধানমন্ত্রী তাদের নিজেদের আয়ে চলতে ও আয় বুঝে ব্যয় করতে বলেছেন। আমরা আর সিটি কর্পোরেশনগুলোকে টানব না। সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর সময় স্বাবলম্বী ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যদের এবিএম মহিউদ্দিনের মতো পথ অনুসরণ করতে বলা হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। মন্ত্রী বলেন, মহিউদ্দিনের সময় চট্টগ্রাম স্বয়ংসম্পূর্ণ ছিল। সবার উচিত আয় বুঝে ব্যয় করা। মহিউদ্দিনের কথা স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। মহিউদ্দিনের সময় আর্থিক ঘাটতি ছিল না ও চমৎকার ছিল সবকিছুই। প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে মন্ত্রী বলেন, যেখানে শিল্প হবে সেখানে সিইটিপি (শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার) করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশনকে নিজেদের আয়ে চলতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন তৈরি করতে হবে। এছাড়া বহদ্দার হাটের খাল খনন প্রকল্পটি এবারই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এটা যাতে আর সংশোধনের জন্য না আসে। এর বাইরে নদী দূষণ প্রতিরোধে তৎপর থাকতে নির্দেশনা দিয়েছেন নদী কমিশনকে। একই সঙ্গে সি পাওয়ার প্রকল্পের নাম পরিবর্তন করে হার পাওয়ার করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতকালে যখন বেশি দুধ উৎপাদন হয় এখন গুঁড়ো দুধ অথবা বিকল্প খাদ্য তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, দুধের বিকল্প ব্যবস্থা বাড়াতে কারিগরি সহায়তা দেয়া হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দুধের বহুমুখী ব্যবহার করতে বলেছেন প্রধানমন্ত্রী। পনির ও ঘিসহ নানা পণ্য হতে পারে। শীতকালে দুধের উৎপাদন বাড়ে। আমরা বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানি করি। সুতরাং বেসরকারী খাত গুঁড়ো দুধের প্রকল্প নিতে পারে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ