By: Daily Janakantha
দাম চাওয়ায়-
বিদেশের খবর
19 Apr 2022
19 Apr 2022
Daily Janakantha
চা দেয়ার পর দাম চান বিক্রেতা। এতেই ঘটে বিপত্তি। দাম চাওয়ায় বিক্রেতার গায়ে কেটলির ফুটন্ত গরম চা ঢেলে দিয়েছেন এক ডাব বিক্রেতা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে ভারতের আসানসোল দক্ষিণ থানাসংশ্লিষ্ট সিটি বাসস্ট্যান্ডের কাছে। জানা গেছে, গুরুতর দগ্ধ চা বিক্রেতা দেবেন্দ্র মোদিকে আসানসোল জেলা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রেলপাড়ের কোয়ারি মহল্লায়। দেবেন্দ্র মোদির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা এদিকে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। -আনন্দবাজার
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ