By: Daily Janakantha
আশাবাদী মেহজাবীন
সংস্কৃতি অঙ্গন
19 Apr 2022
19 Apr 2022
Daily Janakantha
সংস্কৃতিক প্রতিবেদক ॥ চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ঈদের নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। ঈদে ‘উড়ো প্রেম’, ‘টু বাই টু লাভ’, ‘মিস্টার অভিনেতা’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’সহ বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। বরাবরই সংখ্যা না বাড়িয়ে ঈদে ভালো গল্পের কাজগুলোকে প্রাধান্য দিচ্ছেন বলে জানান অভিনেত্রী। তার ভাষ্য, ঈদে নাটকের দর্শক থাকে বেশি, তাই এ ঈদেও কিছু পছন্দের গল্পের নাটকে অভিনয় করছি। আশা করছি নাটকগুলো দর্শকের ভাল লাগবে। দর্শকের কাছে কাজের মাধ্যমে আমার যে অবস্থান তৈরি করা তা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রেখেই কাজ করছি। এমনিতে আগে কাজ করা কিছু নাটকও হয়ত এবার প্রচার হবে। একযুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। এই পথচলার অভিজ্ঞতা কেমন ? উত্তরে তিনি বলেন, প্রতিদিনই মনে হয় আমি একেবারেই নতুন। পাশাপাশি তেমন গল্পই খুঁজি যেখানে নতুন কিছু করতে পারব। সত্যি বলতে কী, অনেক গল্পের কাজই করা শেষ। এখন আমরা যে কাজগুলো করছি সেগুলো বলা যায় পুরোনো কাজ। সেই কাজগুলো অর্থাৎ পুরানো গল্প নতুন করে উপস্থাপন করা। এছাড়া বাজেটসহ আনুষঙ্গিক অন্যান্য বিষয় এবং স্ক্রিপ্ট রাইটারের স্বাধীনতা থাকে না বলে দুর্দান্ত চ্যালেঞ্জিং গল্প এখন কমই আসে। তারপরও আমি আশাবাদী। ধীরে হলেও আমাদের নাটক ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। এদিকে গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন। এদিনে বিশেষ কোন আয়োজন ছিল না জানান তিনি।
শূটিংয়ে অংশ নেননি। পরিবারের সদস্যদের সঙ্গেই দিনটি উদযাপন করেন ‘ভাইরাল গার্ল’ খ্যাত অভিনেত্রী।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ