By: Daily Janakantha
যুদ্ধ সমর্থন না করায় ত্যাজ্যপুত্র
বিদেশের খবর
19 Apr 2022
19 Apr 2022
Daily Janakantha
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনকে সমর্থন করেন না ছেলে। সেই কারণে তাকে ত্যাজ্যপুত্র করলেন মা। রাশিয়ান অভিনেতা এবং মডেল জিন-মিশেল শেরবাক প্রথম থেকেই ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের বিরুদ্ধে। এ নিয়ে বারবার নেটমাধ্যমে সরবও হয়েছেন তিনি। কিন্তু ছেলের এই মনোভাব মেনে নিতে পারেননি পুতিনের একনিষ্ঠ সমর্থক মা। প্রকাশ্যে ছেলের নিন্দাও করেছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ছেলের চিন্তাভাবনাকে আমল দিতে না পেরে সরাসরি তাকে ত্যাজ্যপুত্র করলেন মা। -বিবিসি/রয়টার্স
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ