By: Daily Janakantha
‘ঈদ টুর্নামেন্ট’ নাটকে আশরাফুল
সংস্কৃতি অঙ্গন
18 Apr 2022
18 Apr 2022
Daily Janakantha
সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। খেলার পাশাপাশি এর আগেও একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। আসছে ঈদের একটি নাটকে দেখা যাবে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে। নাটকের নাম ‘ঈদ টুর্নামেন্ট’। নাটকটির গল্প লিখেছেন বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। এতে আশরাফুলের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে। এছাড়াও অভিনয় করেছেন মিহি, ওলিউল হক রুমি, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে। ক্রিকেটের প্রতি তার অগাধ ভালবাসা থেকেই টিম বরিশাল নামে একটি দল গঠন করেন। ঈদের ৭ম দিন রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ