By: Daily Janakantha
নাম ঠিক করে দেয়াই পেশা
বিদেশের খবর
18 Apr 2022
18 Apr 2022
Daily Janakantha
জন্মের আগে থেকেই নবজাতকের নাম রাখার বিষয়ে শুরু হয় তোড়জোড়। নিউইয়র্কের বাসিন্দা টেলর এ হামফ্রে (৩৩) এই কাজকেই নিজের জীবিকা নির্বাহের পথ হিসেবে বেছে নিয়েছেন। সন্তানসম্ভবা ধনী দম্পতিরা তার কাছে হবু সন্তানের নামকরণ করতে আসেন। প্রথমে ইন্টারনেটের মাধ্যমে তিনি তার পেশার কথা জানান। তিন বছর পর ২০১৮ সাল থেকেই টেলর তার ব্যবসা বাড়াতে থাকেন। টেলর নাম বেছে দেয়ার জন্য প্রতিবার পক্ষে দেড় হাজার ইউএস ডলার থেকে সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সাড়ে ৭ লাখ টাকার বেশি পারিশ্রমিক নেন। -ইয়াহু নিউজ
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ