By: Daily Janakantha
দঃ কোরিয়া-মার্কিন সামরিক মহড়া শুরু
বিদেশের খবর
18 Apr 2022
18 Apr 2022
Daily Janakantha
উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সোমবার শুরু হওয়া এ মহড়া চলবে দুই সপ্তাহ। এর আগে পারমাণবিক সক্ষমতা বাড়াতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপদ্বীপে মিত্র দেশ দুইটি কম্পিউটার সিমুলেশনের ভিত্তিতে মহড়া পরিচালনা করবে। কোন ধরনের মাঠ প্রশিক্ষণ ছাড়াই ২৮ এপ্রিল পর্যন্ত এটি চলবে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন, এ মহড়া দুই দেশের সেনাদের যে কোন অপারেশন পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বাড়াবে। -নিক্কেই এশিয়া
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ