By: Daily Janakantha
হালদা থেকে ১২ হাজার মিটার অবৈধ জাল জব্দ
দেশের খবর
18 Apr 2022
18 Apr 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার সুতার ভাসান জাল জব্দ করেছে নৌ-পুলিশ। রবিবার দিনভর নদীর মোহনাসহ বিভিন্ন এলাকা থেকে এসব জাল উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সুপার, মোঃ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো সুতার ভাসান জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো আগুনে ধ্বংস করা হয়েছে। মা মাছ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এদিকে, হাটহাজারী উপজেলা প্রশাসনও অভিযান অব্যাহত রেখেছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ