By: Daily Janakantha
অষ্টম শ্রেণির পড়াশোনা বিষয় : আইসিটি অধ্যায় : তৃতীয় (নিরাপদ ও নৈতিক ব্যবহার)
শিক্ষা সাগর
17 Apr 2022
17 Apr 2022
Daily Janakantha
বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। বিনা অনুমতিতে কারও কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে?
ক) হ্যাকিং খ) হ্যাঙ্কার
গ) ব্র্যাকার ঘ) ব্র্যাক
উত্তর : ক) হ্যাকিং
২।হোয়াইট হ্যাট হ্যাকারকে কী নামে অভিহিত করা হয়।
ক) ব্র্যাক হ্যাট হ্যাকার
খ) রেড হ্যাট হ্যাকার
গ) হোয়াইট হ্যাট হ্যাকার
ঘ) এথিক্যালে হ্যাকার
উত্তর : ঘ) এথিক্যালে হ্যাকার
৩।জনপ্রিয় কম্পিউটার এন্টি-ভাইরাস হলো-
i) পিংপং ii) অ্যাভাস্ট
iii) ক্যাসপারেস্কি
নিচের কোনটি সঠিক
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর : গ) ii ও iii
৪।কোনো কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি।
ক) ব্রাউজার খ) ডেটাবেজ
গ) ম্যালওয়ার ঘ) এন্টিভাইরাস
উত্তর : গ) ম্যালওয়ার
৫।নিরাপত্তার অদৃশ্য দেয়ালকে কী বলা হয়?
ক) ফায়ারওয়্যার খ) ফায়ারবক্স
গ) ফায়ার ঘ) ফায়ারওয়াল
উত্তর : ঘ) ফায়ারওয়াল
৬।কখন ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয়?
ক) ১৯৮৪ সালে খ) ১৯৮৫ সালে
গ) ১৯৮৬ সালে ঘ) ১৯৮৭ সালে
উত্তর : গ) ১৯৮৬ সালে
৭।গুগল ক্রোম কোন ধরনের সফটওয়্যার?
ক) ডেটাবেজ সফটওয়্যার
খ) স্প্রেডশীট সফটওয়্যার
গ) ব্রাউজার সফটওয়্যার
ঘ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
উত্তর : গ) ব্রাউজার সফটওয়্যার
৮।পাসওয়ার্ড নিরাপত্তার ক্ষেত্রে করণীয়?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : খ) i, iii
৯। ছদ্মবেশ ধারন করে কোনটি?
ক) ম্যালওয়ার খ) কম্পিউটার ভাইরাস
গ) কম্পিউটার ওয়ার্ম ঘ) ট্রোজান হর্স
উত্তর : ঘ) ট্রোজান হর্স
১০। ডেটাবেজ সফটওয়্যার হলো-
র) ওরাকল রর) এক্সেস
ররর) মাইএসফুয়েল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ঘ) i, ii, iii
১১। ভাইরাস কী?
ক) হার্ডওয়্যার খ) জীবাণু
গ) ম্যালওয়ার ঘ) ব্রাউজার
উত্তর : গ) ম্যালওয়ার
১২।ব্রেইন ভাইরাস তৈরি করা হয় কোন দেশে?
ক) ভারত খ) পাকিস্তান
গ) আমেরিকা ঘ) জাপান
উত্তর : খ) পাকিস্তান
১৩। বিভিন্ন উপাত্তসমূহ সুসংগঠিত করে কী পাওয়া যায়?
ক) নকশা খ) বিজ্ঞপ্তি
গ) তথ্য ঘ) দলিল
উত্তর : গ) তথ্য
রচনামূলক প্রশ্নোত্তর ঃ
প্রশ্ন : ১। কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষায় করণীয় পদক্ষেপগুলো আলোচনা করো।
উত্তর ঃ কম্পিউটার নেটওয়ার্ক এক বা একাধিক কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়। নেটওয়ার্কের নিরাপত্তা রক্ষার জন্য করণীয় পদক্ষেপসমূহ নিম্নে আলোচনা করা হলো ঃ
i) নেটওয়ার্ক ফাওয়ারওয়াল ঃ প্রত্যেক নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, যাতে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকতে না পারে। এই নিরাপত্তা ব্যবস্থার নাম হচ্ছে ফাওয়ারওয়াল।
ii) পাসওয়ার্ড : নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের প্রবেশের জন্য পাসওয়ার্ড দেয়া হয়। পাসওয়ার্ডটি এমনভাবে দেয়া হয় যেন কেউ এটি সহজে অনুমান করতে না পারে।
iii) Captcha পদ্ধতিঃ পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্ক প্রবেশ করার সময় ঈধঢ়ঃপযধ পদ্ধতি ব্যবহার করতে হবে। অনেক হ্যাকার রোবট সিস্টেম দিয়ে পাসওয়ার্ড বের করে নেটওয়ার্কে প্রবেশ করে এর ক্ষতিসাধন করে থাকে। কিন্তু ঈধঢ়ঃপযধ পদ্ধতি ব্যবহৃত হলে রোবট তা হ্যাক করতে পারে না।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ