চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরত আসেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন ডারবানে প্রথম টেস্ট খেললেও শরিফুল শুধু ওয়ানডে সিরিজে ছিলেন। তাদের দুজনের মাঠে ফেরার অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে। দুই পেসার এখনও চোট থেকে সেরে উঠেননি। বরং পুরোপুরি সেরে উঠতে তাসকিনকে পাঠানো হবে ইংল্যান্ডে, শরিফুলের লাগবে অস্ত্রোপচার। এজন্য শ্রীলঙ্কা সিরিজে তাদের দুজনকে পাওয়া যাচ্ছে না।
Source: রাইজিং বিডি