২০২২ সালের ১৭ জানুয়ারি। অন্যান্য দিনের মতো মায়ের সঙ্গেই ঘুমিয়েছিল ৬ বছরের রায়ান। সকালে ধস্তাধ্বস্তির শব্দে ঘুম ভাঙে। এক পলক তাকিয়ে দেখে, বাবা মাকে মারছে। বাবা রায়ানকে ধমক দিলে সে আবার চোখ বন্ধ করে থাকে। তখন মা বলেছিল, ‘রায়ান, আমাকে বাঁচাও’। মায়ের সেই আকুতি এখনো ভুলতে পারছে না সে। মাকে হারিয়ে খালার কাছে বড় হচ্ছে রায়ানের বোন ওজিহা। মায়ের কথা মনে পড়লে খালামনিকে জড়িয়ে ধরে বলে, ‘মাকে কোথায় পাবো?’
Source: রাইজিং বিডি