‘পেসারদের কাজ বল পুরোনো করে দেওয়া।’- লোকে মুখে এমন দায়িত্বের কথা শোনা গেছে হরহামেশা। দ্রুত গতিতে যারা বল ছুটতে আসেন সরাসরি স্বীকার না করলেও তাদের ওপর অর্পিত দায়িত্ব যে এটা-ই তা কথায় বুঝিয়ে দিতেন। খুব বেশি দিন আগের কথাও নয়। বছর দুয়েক!
Source: রাইজিং বিডি