চলতি বছর বাংলাদেশ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যত বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেছে, তার প্রায় অর্ধেকই ছিল রাজনীতি নিয়ে। রাজনৈতিক এসব অপতথ্য ও ভুয়া খবরের অধিকাংশ ছড়িয়েছে বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়ে।
বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময়ও এই দুই দলের পক্ষে-বিপক্ষে ভুয়া খবর ছড়ানোর ঘটনা ঘটেছিল। তখন অবশ্য তারা দু’দলই নির্বাচনে ছিল। কিন্তু এবার বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। তারপরও রাজনৈতিক ভুয়া খবর ও অপতথ্য ছড়ানোর ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।
Source: বিবিসি বাংলা