চুয়াডাঙ্গার জীবননগরে ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ড্রাগন ফল ব্যবসায়ী ও চাষীরা। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার সময় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় হয়।ক্ষতিকর হরমোন ও বিষ প্রয়োগ করে ড্রাগন ফলের আকার বৃদ্ধির মিথ্যা অপপ্রচারে ধ্বস নেমেছে ড্রাগন ব্যবসায়। মানববন্ধনে চুয়াডাঙ্গা,মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন শত শত ব্যবসায়ী ও চাষীরা অংশ নেন।ফেসবুক ও ইউটিউবে মিথ্যা প্রচারণায় এখন আর কেউ ড্রাগন ফল কিনতে চাচ্ছেন না। ফলে পথে বসেছে ড্রাগন ব্যবসায়ী ও চাষীরা।পুষ্টিকর ড্রাগন ফল নিয়ে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে মানববন্ধনে বিভিন্ন স্লোগান সম্বালত ফেসটুন, ব্যানার দেখা যায়।মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেটি যদি মানুষের দেহের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের জানাক (অবগত করাক)। কোন ওষুধ আমরা ব্যবহার করবো, আর কোন ওষুধ আমরা ব্যবহার করবো না সেটা আমাদেরকে জানাতে হবে। ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না। তারা কীভাবে বলতে পারে ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।’বক্তারা আরোও বলেন, একটি চক্র ড্রাগন ফলের বাজারে ধ্বস নামাতে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সাথে দেশের অর্থনীতি ও ক্ষতি হচ্ছে।ড্রাগন ফলে টনিক ব্যবহার নাকি ক্ষতিকর এ অপপ্রচার করছে তারা। যে কারণে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এ অপপ্রচার বন্ধে ব্যবস্থা ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।জীবননগর উপজেলা বালাইনাশক কমিটির আহ্বায়ক বকুল বলেন, ‘ভারতীয় যে হরমোনের কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা বাংলাদেশ সরকারি অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনো ক্ষতিকর উৎপাদক নেই। কিছু ইউটিউবাররা ভারতীয় হরমোনের প্রচার ও অবৈধভাবে বিক্রির জন্য এই কাজ করছে।’এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসিমউদ্দীন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফল চাষী শাহ আলম, শরিফুল ইসলাম, ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষী রমজান, রাজেদুল ইসলাম, আব্দুল আজিজ প্রধান প্রমূখ। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরফ তৈরির কারখানায় ১৩ ফুট লম্বা অজগর
বরফ তৈরির কারখানায় ১৩ ফুট লম্বা অজগর

বরগুনার পাথরঘাটায় বরফ তৈরির কারখানা থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশের সংসদ নির্বাচন ২০২৪, লাইভ আপডেট
বাংলাদেশের সংসদ নির্বাচন ২০২৪, লাইভ আপডেট

বাংলাদেশে আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। আওয়ামী লীগসহ ২৮টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে নির্বাচন Read more

ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ 
ছাত্রদলের সাবেক নেতা হিরুকে তুলে নেওয়ার অভিযোগ 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মাহিদুল হাসান হিরুকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব Read more

মাদারীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে বীর নিবাস নির্মাণের অভিযোগ
মাদারীপুরে নিম্নমানের সামগ্রী দিয়ে বীর নিবাস নির্মাণের অভিযোগ

মাদারীপুরের রাজৈরে নিম্নমানের সামগ্রী দিয়ে বীর নিবাস নির্মাণের অভিযোগ উঠেছে। ঠিকাদারদের অনিয়মে ক্রমেই ক্ষিপ্ত হয়ে উঠছেন বীর মুক্তিযোদ্ধারা।

কুষ্টিয়ায় নৌকা প্রতীক পেতে চান ৪১ নেতা
কুষ্টিয়ায় নৌকা প্রতীক পেতে চান ৪১ নেতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে ৪১ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তারা মনোনয়ন পাওয়ার জন্য Read more

‘বিএনপি নির্বাচনে না আসলেও অনেক দল আসবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে’
‘বিএনপি নির্বাচনে না আসলেও অনেক দল আসবে, প্রতিদ্বন্দ্বিতামূলক হবে’

নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন