নওগাঁয় এক রাতেই সদর আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকদের বিরুদ্ধে। এছাড়াও নওগাঁ-১ আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ১টি নির্বাচনী ক্যাম্পে আগুন-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।রবিবার (২৪ ডিসেম্বর) সদর আসনের বক্তারপুর ইউনিয়নের চকতারতা মোড়, মুক্তারপাড়া মোড়, হাল ঘোষ পাড়া মোড়, তিলকপুর ইউনিয়নের ছিটকীতলা মোড় পৌর শহরের কালিতলা এলাকায় ও নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নে এসব ঘটনা ঘটে।নওগাঁ সদর আসনের নৌকার সমর্থকদের দাবী, আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক আব্দুল জলিলের পুত্র হওয়ায় নিজাম উদ্দিনের জনপ্রিয়তা অনেক বেশী। আসন্ন নির্বাচনে আবারও তিনি বিজয়ী হবেন জেনে নৌকার সমর্থকদের উপর ভয়ভীতি ও চাপ সৃষ্টি করতে এক রাতে নৌকার ৪টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থকরা এসব ঘটনা ঘটিয়েছে।নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই নৌকার সমর্থকদের উস্কে দিতে যা যা করা দরকার করছেন স্বতন্ত্র প্রার্থী শিষাণের সমর্থকরা। বিপরীতে নৌকার প্রার্থী নিজাম উদ্দিন শান্তি বজায় রেখে প্রচার প্রচারণা করে যাচ্ছেন। রবিবার নির্বাচন কমিশনারের সাথে মতবিনিময়ে শিষাণের সন্ত্রাসী কর্মকান্ড আমরা তুলে ধরেছি। তাৎক্ষণিক শিষাণকে সাবধান করে দিয়েছেন নির্বাচন কমিশন। অথচ ওই রাতেই তাঁর সমর্থকরা আরও বেশি বেপরোয়া হয়ে নৌকার বিভিন্ন ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়েছে। এসব ঘটনায় স্থানীয় থানা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে নওগাঁ পৌর আওয়ামী লীগের সভাপতি ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ বলেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসায় পরাজয় নিশ্চিত জেনে নোংরা রাজনীতির খেলায় মেতেছে নৌকা প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থকরা। নিজেরাই নিজেদের নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দিয়ে নাটক সাজাচ্ছে। প্রতিনিয়ত আমার সমর্থকদের হুমকি ধামকি দেওয়া অব্যাহত রেখেছে নৌকার সমর্থকরা। তাঁদের অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।এদিকে পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন জানান, রাতের অন্ধকারে কে বা কাহারা নৌকার এই ক্যাম্পটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুন দেওয়ার সময় কাউকে চিহ্নিত করা যায়নি। এই রকম ঘটনা নওগাঁ-১ আসনের বাকি দুই উপজেলাতেও ঘটেছে। নিতপুরের আগুন দেওয়ার ঘটনায় যেহেতু কাউকে চিহ্নিত করা যায়নি তাই কারও নাম এখানে সন্দেহভাজন ভাবে বলা যাবে না। তবে এই ঘটনায় থানায় অভিযোগ এর প্রস্তুতি চলছে।নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, রাতের আধাঁরে নৌকার পাঁচটি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেওয়া হবে।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট
জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট

জম্মু ও কাশ্মীরে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া এবং সামনের বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আদালত আদেশ দিয়েছে।

মেট্রোরেলে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের 
মেট্রোরেলে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের 

মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নির্ধারণ করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত (৬০) এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে Read more

বেনজেমা ‘নিখোঁজ’, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘উধাও’
বেনজেমা ‘নিখোঁজ’, ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ‘উধাও’

গেল বছর স্পেন ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ফ্রান্স তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ ছেড়ে নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের Read more

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ আগস্ট) কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে Read more

মোংলা-পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত
মোংলা-পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন