দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রোববার সকাল থেকেই ঢাকার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন দলটির নেতা-কর্মীরা।বিক্ষুব্ধ নেতা-কর্মীদের একটি অংশ নির্বাচন বর্জনের দাবি জানিয়ে মিছিল করেছেন। তাঁরা ‘দালালি না রাজপথ’, ‘নির্বাচনে অংশগ্রহণ নয়, বর্জন বর্জন’ স্লোগান দিচ্ছেন। এদিকে পুলিশ সদস্যরা বনানীর কার্যালয়ের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সোয়া ১১টার দিকে কার্যালয়ে পৌঁছান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তার আগে ও পরে কার্যালয়ে আসেন দলের মহাসচিব মুজিবুল হক, সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান। নেতারা কার্যালয়ে পৌঁছার সঙ্গে সঙ্গেই উপস্থিত নেতা-কর্মীরা স্লোগান দেন।একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জি এম কাদের কার্যালয়ে ঢোকার পরপরই গণমাধ্যমকর্মীরা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় জাপার মহাসচিব মুজিবুল হক তাঁকে একটু দাঁড়িয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। এ সময় জি এম কাদের বলেন, ‘ভিক্ষার সিট আমি নেব না।’ এ কথা বলে তিনি তাঁর কক্ষে চলে যান।ওই সূত্র জানিয়েছে, জাতীয় পার্টির নেতারা কার্যালয়ে যাওয়ার পর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেখানে পৌঁছান। তাঁরা কার্যালয়ের ভেতরে গিয়ে কেউ চেয়ারম্যান এবং কেউ মহাসচিবের কক্ষের ভেতরে, কেউ সামনে অবস্থান নেন। বেলা একটার দিকে বনানী ১৭ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, চেয়ারম্যানের কার্যালয়ে সামনে এবং দুই পাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপরতা দেখা গেছে। নেতা-কর্মীরা তখনো থেমে থেমে বিক্ষোভ করছিলেন।এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বেলা একটার পর দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি থাকবে না, তা আজ রোববার বিকেলে জানাবে দলটি।মুজিবুল হক বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন ফসলি জমিতে গড়ে উঠছে অটো রাইস মিল, ঝুঁকিতে পরিবেশ
তিন ফসলি জমিতে গড়ে উঠছে অটো রাইস মিল, ঝুঁকিতে পরিবেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনায় পরিবেশ আইনের তোয়াক্কা না করে আবাসিক এলাকা ও তিন ফসলি জমিতে গড়ে উঠছে অটো রাইস মিল। এতে Read more

আগামী অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় হবে এক লাখ ১৪ হাজার কোটি টাকা
আগামী অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় হবে এক লাখ ১৪ হাজার কোটি টাকা

প্রতি অর্থবছরে বাজেট ঘাটতি পূরণে সরকারকে বিভিন্ন উৎস থেকে ঋণ নিতে হয়। এর ফলে গত পাঁচ বছরে সরকারে সুদ ব্যয় Read more

‘প্রকৌশলীরাই বিনির্মাণ করবে বঙ্গবন্ধুর বাংলাদেশ’
‘প্রকৌশলীরাই বিনির্মাণ করবে বঙ্গবন্ধুর বাংলাদেশ’

‘দেশের সব প্রকৌশলী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রকৌশলীরা বিনির্মাণ করবেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করাই এখন শেখ হাসিনা Read more

বরফ তৈরির কারখানায় ১৩ ফুট লম্বা অজগর
বরফ তৈরির কারখানায় ১৩ ফুট লম্বা অজগর

বরগুনার পাথরঘাটায় বরফ তৈরির কারখানা থেকে ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

৩ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
৩ বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ তিন বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বগুড়ায় দুই এমপিসহ ৪৫ জন হারাচ্ছেন জামানত
বগুড়ায় দুই এমপিসহ ৪৫ জন হারাচ্ছেন জামানত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় মোট প্রার্থী ছি‌লেন ৫৮ জন।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন