চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসকে শেষ করে দেয়ার হুমকি দিয়েছেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ফুটবল মাঠে স্থানীয় আ.লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই হুমকি দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আ.লীগ নেতা ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা বলেন, আ.লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ০৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় তিনি আরও বলেন, এবার নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছে বর্তমান এমপি মুহা. জিয়াউর রহমানকে। অথচ এবার নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাবেক এমপি। এতোদিন তোমাকে আমাকে সবাইকে ব্যবহার করেছে, এবার সে নিজেই ধরা পড়ে গেছে। বদমায়েশ যেভাবে ধরা পড়েছে, তাকে এবার শেষ করে দিতে হবে, ডুবিয়ে দিতে হবে। তার কোন সুযোগ নাই। আওয়ামী লীগের সাথে যে বিশ্বাসঘাতকতা করে, আওয়ামী লীগে তার কোন জায়গা না হয়, সেটি আমাদের ঘোষণা ও নির্দেশ থাকল। এই বেইমানকে আওয়ামী লীগের জন্য আর কোন সহযোগিতা করার দরকার নেই। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জামাল উদ্দীন মন্ডল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, গোমস্তাপুর ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম নজু মন্ডলসহ আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, আমাকে শেষ করে দেয়ার হুমকি দেয়া হয়েছে প্রকাশ্যে। বিষয়টি নিয়ে আমি শঙ্কিত। এবিষয়ে আমি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে হুমকি দেয়ার কথা অস্বীকার করেন, জেলা আ.লীগের সহ-সভাপতি ও গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। মুঠোফোনে তিনি বলেন, যেহেতু দলের মনোনয়ন না পেয়ে তিনি নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই তাকে দলের কোন নেতাকর্মীরা যাতে সহযোগিতা না করে সেই দাবি জানিয়েছি। আচরণবিধির বিষয়ে তিনি বলেন, নৌকায় ভোট চাওয়ার বিষয়ে আচরণবিধির কোন লঙ্ঘন হয়নি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি নৌকা প্রতীকের প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, এ সংক্রান্ত একটি ভিডিও আমাদের হাতে এসেছে। সাবেক এমপি ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসকে থানায় জিডি ও আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও আচরণবিধি লঙ্ঘন হলে সেটিও খতিয়ে দেখা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের ডিজির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার Read more

দূর দেশে বৈশাখী সাজে শাবনূর
দূর দেশে বৈশাখী সাজে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর।

ইয়েমেনে আবারও হামলা করলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে
ইয়েমেনে আবারও হামলা করলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে

ইয়েমেনে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে।

গাজীপুরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 
গাজীপুরে রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ 

ঢাকা-ময়মনসিংহ রেলপথের টঙ্গী-জয়দেবপুর স্টেশনের মাঝামাঝি সামান্তপুর এলাকায় রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জামায়াত-শিবিরের কর্মীরা।

ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না শি জিনপিং
ভারতে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে ভারতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে সম্ভবত যোগ দিচ্ছেন না। বিষয়টির সাথে সংশ্লিষ্ট ভারত ও Read more

দোহাজারী-কক্সবাজার রেলপথ: স্বপ্ন ছোঁয়ার কাছে 
দোহাজারী-কক্সবাজার রেলপথ: স্বপ্ন ছোঁয়ার কাছে 

অবশেষে পূরণ হতে চলেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১২ নভেম্বর কক্সবাজার রুটে বহুল কাঙ্ক্ষিত ট্রেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন