ভূমি মন্ত্রণালয়কে স্মার্ট মন্ত্রণালয় হিসেবে দাঁড় করানোর কৃতিত্ব দাবি করে ভূমিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয়কে সাসটেইনেবল জায়গায় নিয়ে এসেছি। আমার পরে যিনি আসবেন, তার বেসিক্যালি রুটিনওয়ার্ক হবে। কিছু কিছু কাজ আছে, সেগুলোকে যেন ক্যারি, ফরওয়ার্ড করতে পারে। মোটামুটি আমরা একটা শেপে নিয়ে এসেছি।
Source: রাইজিং বিডি