‘জাপানে জন্ম নেওয়া দুই শিশু নাকানো জেসমিন মালিকা (১১) ও নাকানো লায়লা লিনা (৯) তাদের বাবা ইমরান শরীফের কাছেই ছিল। ইমরানের সাত বছর বয়সী আরেক মেয়ে জাপানে আছে। নাকানো এরিকো (ইমরানের সাবেক স্ত্রী) তাকে জাপানে রেখে এসেছেন। এত জিদ তার! ৭ বছরের বাচ্চাকে দূরে রেখে এ দেশে এসে মাতৃত্বের গল্প শোনাচ্ছেন তিনি।’
Source: রাইজিং বিডি