চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই অর্থদণ্ড করেন।জানা গেছে, সোমবার দুপুরে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের পূর্ব পাড়ায় আবুল কাশেমের নিজ বাড়িতে তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে জুই আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিল।খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্ধারিত বয়সের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দেন কনের বাবা।ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, ‘বাল্যবিয়ে সামাজিক একটি ব্যাধি। বিশেষ করে বাল্যবিয়ের কারণে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে কিশোরীদের। তাই সমাজ থেকে বাল্যবিয়ে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এআই
Source: সময়ের কন্ঠস্বর