মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার মালির অংক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি বলেন, ‘মেসার্স পদ্মা বেকারিতে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি খাদ্যদ্রব্য অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বাজার এলাকার বেকারি ও মুদি দোকানগুলোতেও তদারকি চালানো হয়। এ সময় দোকানগুলোর মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।এসআর
Source: সময়ের কন্ঠস্বর