গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর শুরু হয়েছিল ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন আঙ্গিকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নেমেছে চলতি সপ্তাহে।তবে খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ নেই। এখন ক্লাবগুলো প্রস্তুত হচ্ছে আগামী ২০২৫–২৬ মৌসুমের জন্য। অনেক দল এরই মধ্যে প্রাক-মৌসুম ক্যাম্প শুরু করে দিয়েছে। এদিকে জমে উঠেছে দলবদলের বাজারও। এরই মধ্যে সমর্থকদের মনে প্রশ্ন—প্রিয় লিগটি আবার কবে শুরু?চলুন দেখে নেওয়া যাক, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ ও উয়েফার তিন প্রতিযোগিতা মাঠে গড়াবে কবে:প্রিমিয়ার লিগ: ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৪তম আসর শুরু হচ্ছে আগামী ১৫ আগস্ট থেকে। যা চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। আগের মতো এবারও খেলবে ২০টি দল। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ থেকে এবারের আসরে সুযোগ পেয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্দারল্যান্ড। এবারের প্রিমিয়ার লিগের শুরু থেকেই সেমি–অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার থাকবে, যা গত মৌসুমের শেষ দিকে মাসখানেক ছিল। ২০২৫–২৬ প্রিমিয়ার লিগে অফিশিয়াল বল বদলাচ্ছে। নাইকের বদলে বল সরবরাহ করবে পুমা।লা লিগা: ইংলিশ প্রিমিয়ার লিগের মতো স্প্যানিশ লা লিগাও শুরু হতে যাচ্ছে ১৫ আগস্ট। এটি স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই টুর্নামেন্টও চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবারের লা লিগায় প্রমোটেড হয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো।লিগ আঁ: ফ্রান্সের শীর্ষ লিগ লিগ আঁ শুরু হবে ১৫ আগস্ট, শেষ হবে ১৬ মে। ১৮টি দল নিয়ে হওয়া এই লিগে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে লরিয়েন্ত, প্যারিস এফসি ও মেটজকে।বুন্দেসলিগা: জার্মানির শীর্ষ এই ফুটবল প্রতিযোগিতার ৬৩তম আসর শুরু হবে আগামী ২২ আগস্ট। যেখানে অংশগ্রহণ করবে ১৮টি দল। ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত চলবে ২০২৫–২৬ মৌসুমের খেলা। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ।সিরি আ: ইতালির শীর্ষ প্রতিযোগিতায় ২০২৫–২৬ মৌসুম হতে চলেছে ১২৪তম আসর। আর সিরি আ–র অধীনে যাওয়ার পর ১৬তম। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এটিই শুরু হবে সবার শেষে—২৩ আগস্ট। ২০ দলের এই লিগ শেষ হবে ২০২৬ সালের ২৪ মে। এ বছর লিগে সুযোগ পেয়েছে সাসুলো, পিসা ও ক্রেমোনেসে।উয়েফার তিন প্রতিযোগিতা: লিগের বাইরেও ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক উয়েফা আয়োজিত টুর্নামেন্ট আছে তিনটি- চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ।চ্যাম্পিয়নস লিগ: এরই মধ্যে গত ৮ জুলাই থেকে শুরু হয়ে গেছে ২০২৫–২৬ মৌসুমের বাছাইপর্ব। তবে ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর, ফাইনাল হবে আগামী বছরের ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে।ইউরোপা লিগ: চ্যাম্পিয়নস লিগের কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। শেষ হবে ২০ মে। অবশ্য ইউরোপা লিগের বাছাইও গত ১০ জুলাই শুরু হয়ে গেছে।নেশন্স লিগ: উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত।আরডি
Source: সময়ের কন্ঠস্বর