গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহর এবং সমাবেশ স্থলে হামলার প্রতিবাদে উত্তাল দ্বীপ জেলা ভোলা। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) অঙ্গ সংগঠন পৌর ছাত্রসমাজ।বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় এনসিপি এবং সাড়ে ৭টায় পৌর ছাত্র সমাজ এই বিক্ষোভ মিছিল করে।এই সময় বিক্ষোভকারীরা ‘আওয়ামী লীগের আস্থানা, এই বাংলায় রাখবো না’, ‘আওয়ামী লীগের আস্থানা, এই ভোলাতে রাখবো না’, ‘টুঙ্গিপাড়ার গোলাপী, আর কতকাল জ্বালাবি’, ‘গোপালগঞ্জে হামলা কেনো, ইন্টারিম জবাব দে’, ‘গোপালগঞ্জে হামলা কেনো, প্রশাসন জবাব দে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে বলেন, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ স্থলে হামলাকারীদের অনতিবিলম্ব গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।এ সময় ভোলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) অঙ্গ সংগঠন পৌর ছাত্র সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এনআই
Source: সময়ের কন্ঠস্বর