মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও কৃষিজমির শ্রেণি পরিবর্তন করায় ৪টি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয়েছে এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া, লতব্দী ইউনিয়নের খিজিরপুর, মালখানগর ইউনিয়নের তেলীপাড়া, নাটেশ্বর এলাকার চারটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি।এ সময় তিনি বলেন, ‘চারটি অবৈধ ড্রেজার মেশিন বিকল করা হয় এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়।’সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি আরও বলেন, ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও অননুমোদিত ভরাটের মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।’এসআর
Source: সময়ের কন্ঠস্বর