ফিফা ক্লাব বিশ্বকাপের জমকালো ট্রফি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে স্টেজে তার উপস্থিতি কম বিতর্কের জন্ম দেয়নি। সেই মঞ্চেই এক অদ্ভুত কাণ্ড করে বসেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা রীতিমতো ভাইরাল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, উদযাপনের আবহে ট্রাম্প এতটাই মগ্ন হয়ে পড়েন যে, একটি উইনার্স মেডেল চুপিচুপি নিজের পকেটে পুরে নেন তিনি। সমর্থকদের ধারণা, মেডেলটি ছিল চেলসির উইঙ্গার ননি মাদুয়েকের। কারণ পুরো স্কোয়াডের মধ্যে একজন খেলোয়াড় ননি মাদুয়েকে ছিলেন অনুপস্থিত।জানা গেছে, আর্সেনালে যোগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আগে থেকেই ক্যাম্প ছেড়ে দিয়েছিলেন মাদুয়েকে। তাই অনেকের ধারণা, ট্রাম্প যেটি পকেটে পুরেছিলেন, সেটিই সম্ভবত মাদুয়েকের জন্য বরাদ্দ মেডেল। আর এখন মনে হচ্ছে— তিনি সেটি আর ফিরে পাবেন না।ট্রাম্পের এই আচরণ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে দেখা গেছে। কেউ এটিকে হাস্যরসের বিষয় হিসেবে গ্রহণ করেছেন, আবার কেউ ট্রাম্পের এ কর্মকাণ্ডকে ‘অনিচ্ছাকৃত চুরি’ হিসেবে উল্লেখ করছেন।আরডি
Source: সময়ের কন্ঠস্বর