রাজধানীর সরকারি সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার লক্ষ্যে কাজ করছে কলেজগুলো পরিচালনায় গঠিত অন্তর্বর্তী প্রশাসন। বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি মাস থেকে শুরু হতে পারে অনলাইনে ভর্তি আবেদন। আবেদন প্রক্রিয়া শেষে আগামী আগস্ট মাসের শেষদিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নিতে চায় কর্তৃপক্ষ। চলতি বছর থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে সাত কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস। প্রশাসক বলেন, ‘আমরা পাঠদানের অনুমোদন পেয়েছি। জুলাইয়ের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের জন্য খুঁটিনাটি কিছু কাজ চলছে। চলতি সপ্তাহে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। খুব বেশি দেরি হলেও ২০ জুলাই পার হবে না। তার আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ আবেদন ও ভর্তি পরীক্ষার তারিখ বিষয়ে অধ্যাপক ইলিয়াস বলেন, ‘ভর্তি বিজ্ঞপ্তিতে সেটা স্পষ্ট উল্লেখ করে দেওয়া হবে। এ পর্যন্ত যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, তাতে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। দ্রুত ফল প্রকাশ ও ভর্তি শেষ করে অক্টোবরে ক্লাস শুরু করতে চাই আমরা।’ আসন সংখ্যা ও সিলেবাস প্রসঙ্গে তিনি বলেন, ‘এবারও আমরা বিদ্যমান কাঠামোতে থাকছি। সেভাবেই (বিদ্যমান কাঠামো মেনে) শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আসন কমানো বলতে… যে বিভাগগুলোতে একেবারেই শিক্ষক নেই, শিক্ষকশূন্য; সেখানে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখা হতে পারে। তাছাড়া বাকি সব ঠিক থাকবে। শিক্ষার্থীদের দাবি শ্রেণিকক্ষের ধারণক্ষমতা অনুযায়ী ভর্তি। সেটা এবার হয়তো পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়। আগামীতে হিসাব কষে আসন কমানোর বিষয়টি বিবেচনা করা হবে।’ সেকেন্ড টাইম বা ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাস করা শিক্ষার্থী আবেদন করতে পারবে কি না, এমন প্রশ্নে সাত কলেজ প্রশাসক বলেন, ‘এখন পর্যন্ত আমরা সেকেন্ড টাইম রাখতে চাচ্ছি। তারা হয়তো সুযোগ পাবে। আমাদের ভর্তির কমিটিগুলো কাজ করছে। ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে। তবে আগামী বছর থেকে সেকেন্ড টাইম নাও থাকতে পারে।’ ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সনাতন পদ্ধতি বা যেটি ছিল সেটাতেই এবার ভর্তি পরীক্ষা নেবো। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা বুয়েটের টেকনিক্যাল সহায়তা নেওয়ার চিন্তাভাবনা করছি। বুয়েটের টিমের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে ভর্তির টেকনিক্যাল দিকটা বুয়েটই দেখবে।’ ইতোমধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষপর্যায়ে। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে চলছে ক্লাস শুরুর প্রস্তুতি। সেদিক থেকে অনেক পিছিয়ে আছে সাত কলেজ। এমতাবস্থায় নতুন শিক্ষার্থীরা সেশনজটের সম্মুখীন হবেন কি না জানতে চাইলে সাত কলেজ প্রশাসক বলেন, ‘আশা করছি, আমরা অক্টোবরে ক্লাস শুরু করতে পারবো। সেটা করতে পারলে আমরা খুব বেশি পেছনে থাকবো না। আগের শিক্ষাবর্ষে (২০২৩-২৪) আমরা কিন্তু ২০ নভেম্বর ক্লাস শুরু করেছিলাম। সেই হিসাবে অক্টোবরে ক্লাস শুরু করতে পারলে জট হবে বলে মনে করি না।’ উল্লেখ্য, ঢাবির অধিভুক্ত থাকার সময়ে চলতি বছর এক দফা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে সাত কলেজের অধীনে সব অনুষদ মিলিয়ে মোট ২৩ হাজার ৫২৮টি আসন ছিল। বিজ্ঞান অনুষদে মোট আসন ছিল ৮ হাজার ৬২৭টি। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। ব্যবসায় শিক্ষা অনুষদে আসন ছিল চার হাজার ৮৯২টি। অন্তর্বর্তী প্রশাসকের দেওয়া তথ্যমতে, ঢাবির অধিভুক্ত থাকা অবস্থায় সাত কলেজে যে আসন ছিল, তা এ বছর খুব সামান্য কমতে পারে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স কি প্রাণভিক্ষা পাবেন?
ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স কি প্রাণভিক্ষা পাবেন?

ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে ইয়েমেনে খুনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। নিহতের পরিবার ক্ষমা করলেই একমাত্র প্রাণ বাঁচবে নিমিশার।

পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার
পুঠিয়ায় ভুট্টা ক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার ক্ষেত থেকে সূর্য বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।সোমবার (২৬ মে) রাত সোয়া Read more

ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি
ছাত্রদলে পদ পেতে স্ত্রীকে তালাক, সংবাদ সম্মেলনের পর অব্যাহতি

রাজধানীর সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল রেজার বিরুদ্ধে স্ত্রীকে তালাক দিয়ে রাজনৈতিক পদ নেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও অর্থ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন