ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পনাশাইল এলাকার টিএন্ডটি অফিস সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন-রফিক উদ্দিনের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৪) এবং ছেলে নীরব (২)।স্থানীয় সূত্রে জানা যায়, রফিক উদ্দিন ও ময়না বেগম দম্পতি দীর্ঘদিন ধরে ওই বাসায় বসবাস করছিলেন। রফিক উদ্দিন পেশায় শ্রমজীবী হলেও বেশ কিছুদিন ধরে তিনি বাড়িতে ছিলেন না। সোমবার সকালে আশপাশের বাসিন্দারা ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তিনটি মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, “সকালেই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের ভেতর গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”তিনি আরও বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক টিম কাজ করছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, এমন নির্মম হত্যাকাণ্ড আগে কখনো ঘটেনি। নিহত শিশুদের করুণ পরিণতি দেখে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।এখন পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের স্বামী রফিক উদ্দিনের অবস্থান সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বলছে, তার সন্ধানে অভিযান চলছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ
শেরপুরে ভাবীর জমি দখল করলো ৩ ননদ

বগুড়ার শেরপুরের ঘোড়দৌড় গ্রামে শনিবার সকালে জোড় পুর্বক জমি দখল করে নিয়েছে ৩ ননদ। এঘটনায় ভুক্তভোগী মোছা. রেহেনুমা পারভীন বাদী Read more

মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুড়ার সেই শিশুটি
মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুড়ার সেই শিশুটি

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ধর্ষণের শিকার শিশুটি মারা গেছে।বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন