পর্দা নামতে যাচ্ছে নতুন আঙ্গিকে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রে জমজমাট এই আয়োজনের ৬২টি ম্যাচ শেষে এখন অপেক্ষা শুধু একটি নাম জানার—কে হবে বিশ্ব ক্লাব ফুটবলের নতুন রাজা? রোববার (১৩ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মিলবে সেই প্রশ্নের উত্তর। ৩২ দলের এই টুর্নামেন্টে নানা চমকের পর অবশেষে ফাইনালে উঠেছে দুই ইউরোপিয়ান জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি। ফলে লড়াইটা যে একেবারেই একপেশে হবে না তা অনুমান করাই যায়। সবশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে প্রথমবারের শিরোপা জিতেছিল পিএসজি। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছে লুইস এনরিকের দল। ফাইনালে আসার আগে, রিয়ার মাদ্রিদ, আতলেটিকো মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মতো দলকে হারিয়েছে তারা। ফলে স্বাভাবিকভাবেই এ ম্যাচে ‘হট ফেভারিট’ তারা।লুইস এনরিকের তত্বাবধানে সবশেষ ২০২৪-২৫ মৌসুমের ট্রেবল জিতেছে ফরাসি ক্লাবটি। এবার দলটি পৌঁছে গেছে ক্লাব বিশ্বকাপের ফাইনালেও। এ ট্রফি জিততে পারলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন এনরিক। তবে ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে তাই স্বপ্নের কাছাকাছি দাঁড়িয়ে বেশ মেপেই কথা বললেন। তিনি বলেন, ‘শুরু থেকেই আমরা এমন কিছু অর্জনের লক্ষ্যেই খেলেছি। এটি সহজ কিছু নয়। খুব কম দলই পারে এমন ধারাবাহিকতা দেখাতে। তবে এখনও কাজ শেষ হয়নি, ফাইনাল এখনো বাকি।’এদিকে বলা যায়, ক্লাব বিশ্বকাপে ‘আন্ডার ডগ’ হিসেবে খেলতে এসেছিল চেলসি। ২০২৪-২৫ মৌসুমে উয়েফা কনফারেন্স লিগ শিরোপা ছাড়া কোনো অর্জন নেই তাদের ঝুলিতে। খাবি খেতে খেতে শেষ পর্যন্ত চার নম্বরে থেকে শেষ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ।তবে ক্লাব বিশ্বকাপের মঞ্চে তারা খেলেছে দুর্দান্তভাবে। ফাইনালে আসার পথে তারা দেখিয়েছে লড়াই করার যোগ্যতা। বিশেষ করে দলীয় সংহতি আর অধিনায়ক রিস জেমসের নেতৃত্বে।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জেমস বলেছেন, ‘এটা শুধু আরেকটা ম্যাচ নয়, এটা একটা ফাইনাল। পিএসজি হয়তো ফেভারিট, কিন্তু আমরা ভয় পাই না। অনেক সময় দেখা গেছে, ফেভারিটরা হেরে যায়। আমরাও প্রস্তুত, আমরা বিশ্বাস করি, আমরাই জিতব।’সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ১০বার মুখোমুখি হয়েছে পিএসজি ও চেলসি। যেখানে তিনবার জিতেছে পিএসজি, চেলসির জয় দুটি, আর বাকি পাঁচ ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। তবে ফাইনালের মঞ্চে অতীত পরিসংখ্যান খুব একটা কাজে নাও লাগতে পারে। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক Read more

ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দুপুর ১টার মধ্যে দেশের সাত অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন