ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হবে পিএসজি ও চেলসি। এছাড়া, সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলার সূচি:সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলশ্রীলঙ্কা-ভুটানবিকেল ৩টা, টি স্পোর্টস টিভিবাংলাদেশ-নেপালসন্ধ্যা ৭টা, টি স্পোর্টস ডিজিটাললর্ডস টেস্ট-চতুর্থ দিনইংল্যান্ড-ভারতবিকেল ৪টা, সনি স্পোর্টস ১ ও ৫দ্বিতীয় টি-টোয়েন্টিবাংলাদেশ-শ্রীলঙ্কাসন্ধ্যা সাড়ে ৭টা, টি স্পোর্টসগ্লোবাল সুপার লিগরংপুর-হোবার্টরাত ৮টা, টি স্পোর্টস ডিজিটালউইম্বলডন: পুরুষ ফাইনালসিনার-আলকারাজরাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২কিংস্টন টেস্ট-দ্বিতীয় দিনওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ারাত সাড়ে ১২টা, টি স্পোর্টসক্লাব বিশ্বকাপ: ফাইনালপিএসজি-চেলসিরাত ১টা, ডিএজেডএন ওয়েবসাইটএসকে/এইচএ
Source: সময়ের কন্ঠস্বর