লিওনেল মেসির দুর্দান্ত ফর্মে চলছে ইন্টার মায়ামির জয়রথ। রোববার (১৩ জুলাই) ভোরে ন্যাশভিল এসসি’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিতে মেসির জোড়া গোলই যথেষ্ট ছিল। একইসঙ্গে তিনি এমএলএস-এ নতুন ইতিহাস গড়েছেন টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করে।গত সপ্তাহেই মেসি এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই কীর্তিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গড়লেন নতুন রেকর্ড।এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ জিতল ইন্টার মায়ামি। ১৫ ম্যাচে মেসির গোল সংখ্যা এখন ১৬টি, যা তাকে ন্যাশভিলের স্যাম সারিজের সঙ্গে যৌথভাবে চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে, সারিজের চেয়ে ৬ ম্যাচ কম খেলেই।ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ম্যাচের ১৭তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে মেসি প্রথম গোলটি করেন। বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠিয়ে নিজের ক্যারিয়ারের ৬৯তম সরাসরি ফ্রি কিক গোলটি করেন তিনি। এটি ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির ষষ্ঠ ফ্রি কিক গোল এবং এমএলএস-এ টানা ষষ্ঠ ম্যাচে গোল করার কৃতিত্ব।দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে গোলরক্ষক জো উইলিসের একটি ভুল পাস কেটে নিয়ে মেসি দ্বিতীয় গোলটি করেন, গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।এই পারফরম্যান্সের মাধ্যমে ২০১২ সালের পর প্রথমবারের মতো মেসি টানা পাঁচটি লিগ ম্যাচে একাধিক গোল করার কীর্তি গড়লেন। সে সময় বার্সেলোনার হয়ে লা লিগায় তিনি টানা ছয় ম্যাচে একাধিক গোল করেছিলেন।ন্যাশভিলের হয়ে হানি মুখতার একমাত্র গোলটি করেন অ্যান্ডি নাজারের ক্রস থেকে। তবে জয় ধরে রাখে ইন্টার মায়ামি, যারা পূর্বাঞ্চলীয় কনফারেন্সে শীর্ষ দু’দল ফিলাডেলফিয়া ইউনিয়ন ও এফসি সিনসিনাটির সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে পাঁচ পয়েন্টে। ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘স্পষ্টতই, লিও এক বিশেষ খেলোয়াড়। আমার মতে, সে ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ। সে এমন কিছু করে দেখাচ্ছে যা আমরা ভেবেছিলাম আর দেখা যাবে না।’তিনি আরও বলেন, ‘বুসকেটস ও মেসি বহু বছর একসঙ্গে খেলেছে। একে অপরকে না দেখেও বোঝে কে কোথায় বল চায়। আজকের দ্বিতীয় গোলেই তা বোঝা যায়।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ
করোনার ঢেউ উঠতেই মাস্কের দাম বেড়ে দ্বিগুণ

দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে না বাড়তে এরই মধ্যে পাইকারি পর্যায়ে মাস্কের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন এক দল ব্যবসায়ী। Read more

পদ্মার নাচন কথা
পদ্মার নাচন কথা

বাংলাদেশ এক ঋদ্ধ ঐতিহ্যবাহী পরিবেশনার দেশ। এ দেশের বিভিন্ন অঞ্চলে নানা পরিবেশনা লক্ষ্য করা যায়। কোনো কোনো পরিবেশনা ধর্মীয় কৃত্যমূলক, Read more

বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু?
বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্যকিছু?

বৈষম্যবিরোধী আন্দোলনের অনেককে ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানাতে দেখা গেছে। যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন